সরিষাবাড়ীতে বার্ষিক ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান

রুমান শাহরিয়ার
সরিষাবাড়ী প্রতিনিধি
জামালপুরের সরিষাবাড়ীতে আলহাজ বিদ্যানিকেতনে বার্ষিক ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার ২৬শে ডিসেম্বর বেলা ১১টায় আলহাজ বিদ্যানিকেতন মাঠ প্রাঙ্গণে বার্ষিক ফলাফল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শুরুতেই পবিত্র কুরআন ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানে প্রধান শিক্ষক বাদশা ভূঁইয়ার সঞ্চালনায় সভাপতিত্ব করেন পৌর ৬নং ওয়ার্ডের সাবেক কমিশনার মো: হেলাল উদ্দিন।
এসময় প্রধান শিক্ষক বাদশা ভূঁইয়া বলেন, সরিষাবাড়ী উপজেলায় শিক্ষার মান উন্নয়নে বিদ্যালয়টিকে অন্যতম প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে নিরলস ভাবে প্রচেষ্টা চালাচ্ছেন তিনি। এসময় উপস্থিত সবার কাছেই তিনি আশা প্রকাশ করেন আগামী বছর আরও বিপুল সংখ্যক শিক্ষার্থী ভর্তি হবে এবং সুষ্ঠু ও সুন্দরভাবে চলবে প্রতিষ্ঠানটি।
আলোচনা শেষে শিশু শ্রেণী হতে ৫ম শ্রেণী পর্যন্ত ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা এবং অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথিদেরকে পুরস্কৃত করেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) এর সাধারণ সম্পাদক আন্নু মিঞা, যমুনা সিটি পার্কের প্রতিষ্ঠাতা আবুল হোসেন সরকার, সমকালের প্রতিনিধি সোলায়মান হোসেন হরেক, সরিষাবাড়ী প্রেসক্লাবের যুগ্ম-আহবায়ক লিমন মিয়া, সরিষাবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক তৌকির আহাম্মেদ হাসু, সরিষাবাড়ী রিপের্টাস ক্লাবের সভাপতি ইসমাইল হোসেন, সাধারণ সম্পাদক ভূঁইয়া শফি, ৭১টিভির উপজেলা প্রতিনিধি মমিনুল ইসলাম কিসমত, সরিষাবাড়ী রাণী দিনমণি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র ইংরেজি সহকারী শিক্ষক ওমর কাজী, আলহাজ বিদ্যানিকেতনের সাবেক সহকারি শিক্ষক রেজাউল করিম মন্টু, হীরেন্ত্র চন্দ্র বর্মন, সরিষাবাড়ী অনার্স কলেজের সাবেক জিএস তোজাম্মেল চাকলাদার, সমাজসেবক মকবুল হোসেন,বিশিষ্ট ব্যবসায়ী কামরুজ্জামান খোকা, দুলাল মিয়া, আশিক মাহমুদ, সাংবাদিক স্বপন মাহমুদ, কামরুজ্জামান লিটন, মাসুদ রানা, রাইসুল ইসলাম খোকন, আবু সাইদ, রোকন, আয়নাল হক, রাশেদুল ইসলাম রাসেল, সুরুজ মিয়াসহ শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সুধীজন উপস্থিত ছিলেন।।