শ্রীবরদী সীমান্তে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান, উত্তোলিত বালুর স্তপ জব্দ

জোবায়ের সোহাগ
শেরপুরের শ্রীবরদী সীমান্তের বালিজুরীতে
ভারত থেকে বয়ে আসা খরস্রোতা সোমেশ্বরী নদীতে অবৈধভাবে উত্তোলন বন্ধে অভিযান পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন।
৩ ই ফেব্রুয়ারি সোমবার দুপুরে শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদের নেতৃত্বে
একটি অভিযানিক দল বালিজুরী বাজার সংলগ্ন
৩ টি স্থানে অবৈধভাবে উত্তোলিত বালুর স্তপ
মোবাইল কোর্টের মাধ্যমে জব্দ করেন।
এসময় সহকারি কমিশনার ভূমি নাহিদুল হক,
উপজেলা পরিষদের সিএ কামরুজ্জামান আবু
সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ৫ ই আগস্ট আওয়ামী লীগের পতনের পর
স্থানীয় একটি চক্র খরস্রোতা সোমেশ্বরী নদীর
রাঙা জান, বালিজুরী ও খাড়ামোড়া
এলাকা থেকে দিনে ও রাতে ড্রেজার মেশিন বসিয়ে যত্রতত্রভাবে বালু উত্তোলন করে আসছিল।
উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ বলেন, অবৈধভাবে কাউকেই বালু উত্তোলন করতে
দেওয়া হবে না। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।