আলোর ঝিলিক ইসলামী সাংস্কৃতিক ফোরামের ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যা

ফারিয়াজ ফাহিম
জামালপুর
কামালখান আলোর ঝিলিক ইসলামী সাংস্কৃতিক ফোরামের উদ্যোগে ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যা ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল(বুধবার)রাতে কামালখান হাট ফাজিল( ডিগ্রি)মাদরাসা মাঠে এই সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।
কামাল খান হাট ফাযিল (ডিগ্রি)মাদরাসা এর অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আখতারুজ্জামান সিদ্দিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত শাহজামাল (রা)জেনারেল হাসপাতাল ও বুলবুল জেনারেল হাসপাতালের প্রতিষ্ঠাতা মোঃআশরাফুল ইসলাম (বুলবুল)।
উদ্ধোধক হিসেবে উপস্থিত ছিলেন কামাল খান হাট ফাযিল(ডিগ্রি) মাদরাসা এর অবঃঅধ্যক্ষ মাওলানা আ.ফ.ম নূরল ইসলাম, সহ সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন কামাল খান হাট ফাযিল(ডিগ্রি) মাদরাসা এর সহকারী অধ্যাপক মাওলানা সুলতান হোসাইন, প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন রেজিয়া ইয়াসিন হাউজিং স্টোর, মালয়েশিয়া এর স্বাধিকারী মোঃরুবেল মাহমুদ ফকির,বিশেষ মেহমান হিসেবে ছিলেন কেয়ার ট্যুর এন্ড ট্রাভেলসব,ইন্টারন্যাশনাল এর ব্যবস্থাপনা পরিচালক মো: আতাউর রহমান।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে মোঃআশরাফুল ইসলাম (বুলবুল)বলেন ২৪ এর আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের আত্তার মাগফেরাত কামনা করছি।যারা জেল জুলুম ও অত্যাচারের শিকার হয়েছে তাদের জন্য দোয়া করছি ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।।আজকে এমন একটি সময়ে এসে বক্তব্য রাখসি যদি ২৪ শে জুলাই না আসতো তাহলে এই সভা আয়োজন সম্ভব হতো না।আর আজ আমরা মুক্ত আকাশে ঘোরাফেরা করার সুযোগ পেয়েছি।
উপস্থাপনায় ছিলেন প্রখ্যাত লেখক, সুরকার ও সঙ্গীত ও আলোর ঝিলিক ইসলামী সাংস্কৃতিক ফোরামের প্রতিষ্ঠাকা পরিচালক মোঃমোস্তাফিজুর রহমান ফারুকী।
ইসলামী সংগীত শিল্পী হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র শিল্পী ইসলামিক রেকর্ডস স্টুডিও ও সঙ্গীত পরিচালক, স্বপ্ন নবায়ন শিল্পীগোষ্ঠী ঢাকা এট ইসলামিক নাশিদ শিল্পী নাজমুল হোসাইন। আরও উপস্থিত ছিলেন নূর হোসাইন ও আল-আমিনসহ প্রমুখ।।